কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে সহিংসতায় বুধবার রাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এটি সংঘাতময় এই অঞ্চলে সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।
নাম প্রকাশ না করার অনুরোধ করে, স্থানীয় এক প্রশাসক জানান, উত্তর কিভু প্রদেশের মাসিসি অঞ্চলের কিসিম্বার একটি তাঁবুতে এই রক্তপাতের ঘটনা ঘটে।
তিনি এএফপিকে বলেন, হুতু সমর্থক নিয়াতুরা মিলিশিয়া বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে বলে জানান তিনি।
রেড ক্রসের এক কর্মকর্তাও হতাহতের সংখ্যা একই বলে জানিয়েছেন।
১৯৯০ এবং ২০০০ সালের মধ্যে ছড়িয়ে পড়া আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায়, গত তিন দশক ধরে ডিআরসির পূর্বাঞ্চলকে জর্জরিত করে রেখেছে সশস্ত্র গোষ্ঠীগুলো।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দপ্তরের তথ্য অনুযায়ী, বিদ্রোহীদের এই সহিংসতায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এম-২৩ গোষ্ঠীকে সমর্থন দেয়ার জন্য ডিআরসি তার ছোট প্রতিবেশী মধ্য আফ্রিকার রাষ্ট্র রোয়ান্ডাকে দায়ী করেছে। আর, রোয়ান্ডা এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। তবে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের বিশেষজ্ঞরা এই অভিযোগের সাথে একমত।