অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারাগুয়ের কট্টর ডানপন্থী জনতুষ্টিবাদী প্রেসিডেন্ট প্রার্থী গ্রেফতার


ন্যাশনাল ক্রুসেড পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী প্যারাগুইয়াও কিউবাস প্যারাগুয়ের আসুনসিওনে গত ২৩ মার্চ একটি বিতর্কে অংশ নেন। নির্বাচনে জালিয়াতির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়ায় তাকে আটক করে পুলিশ; ৫ মে ২০২৩।
ন্যাশনাল ক্রুসেড পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী প্যারাগুইয়াও কিউবাস প্যারাগুয়ের আসুনসিওনে গত ২৩ মার্চ একটি বিতর্কে অংশ নেন। নির্বাচনে জালিয়াতির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়ায় তাকে আটক করে পুলিশ; ৫ মে ২০২৩।

প্যারাগুয়ের পুলিশ শুক্রবার কট্টর ডানপন্থী জনতুষ্টিবাদী প্যারাগুইয়াও কিউবাসকে আটক করেছে। তিনি গত রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করেন । এরপর তিনি ভিত্তিহীন ভোট জালিয়াতির অভিযোগ তোলেন এবং তার সমর্থকদের প্রতিবাদ করার জন্য উস্কানি দেন।

পুলিশ কমিশনার গিলবার্তো ফ্লিটাস এক রেডিও সাক্ষাৎকারে বলেন, শান্তি ভঙ্গের অভিযোগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আদেশে কিউবাসকে আটক করা হয়েছে।

ন্যাশনাল ক্রুসেড পার্টির প্রার্থী কিউবাস রবিবারের নির্বাচনে ২৩ শতাংশ ভোট পান। আসুন নিওন থেকে ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে, সান লরেঞ্জোতে তার হোটেলের বাইরে কর্মকর্তারা যখন তাকে আটক করে, তখন তিনি ফেসবুকে সরাসরি সম্প্রচার করছিলেন।

ফ্লিটাস বলেন, কিউবাস “কোনো ঝামেলা ছাড়াই” পুলিশের গাড়িতে ওঠেন, কিন্তু তিনি সরাসরি সম্প্রচার চালিয়ে যান।

সোমবার থেকে কিউবাস সমর্থকদের বলছিলেন যে, তিনি লাগাতার বিক্ষোভের নেতৃত্ব দিতে রাজধানীতে যাচ্ছেন। যার ফলে আসুনসিওনের নির্বাচনী আদালতের বাইরে পুলিশের সঙ্গে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, "জাতীয় ভূখণ্ডে চলমান বিক্ষোভের মাধ্যমে জনসাধারণের শান্তি বিঘ্নিত করা এবং অন্যান্য শাস্তিযোগ্য অপরাধের জন্য" কমপক্ষে ২০৮ জনকে আটক করা হয়েছে।

রবিবারের নির্বাচনে একটি ব্যাপক ভিত্তিক বিরোধী জোটের প্রার্থী হিসেবে দ্বিতীয় স্থানে থাকা ইফ্রেইন আলেগ্রে এই সপ্তাহে বিক্ষোভে আটক সকলের পাশাপাশি কিউবাসের মুক্তির দাবি করেছেন।

যদিও, রবিবার ২৭ শতাংশ ভোট পাওয়া আলেগ্রে ভোট শেষ হওয়ার পরপরই পরাজয় স্বীকার করে নেন। তবে সোমবার কিউবাস জালিয়াতির অভিযোগ তোলার পর আলেগ্রে হাতে ভোট গণনার জন্যে এবং দেশটির ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ওপর আন্তর্জাতিক নিরীক্ষার আহ্বান জানান।

নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস মঙ্গলবার বলেছে, ভোট গণনার ফলাফল নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই।

দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন কলোরাডো পার্টির সান্তিয়াগো পেনা ৪৩ শতাংশ ভোট পেয়ে সহজেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।

XS
SM
MD
LG