অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলা করতে এসে অজ্ঞাত ব্যক্তি নিহত


২৮শে সেপ্টেম্বর, ২০২২-এ তোলা এই ছবিতে, উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের চারপাশে কাঁটাতারের বেড়ার ওপারে একটি দোকান থেকে পণ্যদ্রব্য কিনছেন রোহিঙ্গা শরণার্থীরা। (ফাইল ছবি)
২৮শে সেপ্টেম্বর, ২০২২-এ তোলা এই ছবিতে, উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের চারপাশে কাঁটাতারের বেড়ার ওপারে একটি দোকান থেকে পণ্যদ্রব্য কিনছেন রোহিঙ্গা শরণার্থীরা। (ফাইল ছবি)

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাঝির ওপর হামলা করতে এসে বাসিন্দাদের প্রতিরোধের মুখে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ মে) দিবাগত রাতে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রমিদা বেগম নামে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্যাম্পের নিরাপত্তায় দয়িত্বরত ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার আমির জাফর জানান, “১৩ নম্বর ক্যাম্পের জি-১ ব্লকের সাব-মাঝি সৈয়দ হোসেনের ওপর হামলা করতে আসে ২৫/৩০ জনের একটি সশস্ত্র দল । এ সময় সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ হোসেনের মা রমিদা বেগম গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “এ সময় ক্যাম্পের বাসিন্দারা সন্ত্রাসীদের প্রতিরোধ করে। এতে এই অজ্ঞাত সন্ত্রাসী নিহত হয়। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

XS
SM
MD
LG