অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণের অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। ৭ মে, ২০২৩।
বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। ৭ মে, ২০২৩।

জনগণের অর্থের সঠিকভাবে ব্যয় নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বঙ্গভবনে রবিবার (৭ মে) বাংলাদেশের বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন উপস্থাপনকালে রাষ্ট্রপতি এ আহবান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রবিবার বঙ্গভবনে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম।” এ সময় অডিট আপত্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সিএজি রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও অ্যাকাউন্টিং রিপোর্ট জমা দেন।

XS
SM
MD
LG