অ্যাকসেসিবিলিটি লিংক

পেরুতে সোনার খনিতে বিস্ফোরণ, ২৭ জন নিহত


পেরুর আরেকুইপায় সার্মিগোল্ড খনির দৃশ্য। ৭ মে, ২০২৩।
পেরুর আরেকুইপায় সার্মিগোল্ড খনির দৃশ্য। ৭ মে, ২০২৩।

দক্ষিণ পেরুর দূরবর্তী একটি সোনার খনিতে বিস্ফোরণের পরে আগুন লাগে। শনিবার রাতের শিফটে এ ঘটনা ঘটে, এতে কমপক্ষে ২৭ জন শ্রমিক নিহত হয়েছে।

পেরুর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকুইপা অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ মিটার নিচে লা এস্পেরানজা ওয়ান খনিতে সম্ভবত একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

খনিটি পরিচালনাকারী ইয়ানাকুইহুয়া কোম্পানি জানিয়েছে, আগুন লাগার পর ১৭৫ জন শ্রমিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

আরেকুইপার ফিসক্যাল ডিস্ট্রিক্টের পাবলিক মিনিস্ট্রি এক বিবৃতিতে বলেছে, তদন্তকারীরা দুর্ঘটনার পরিস্থিতি স্পষ্ট করার জন্য কাজ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, “তদন্ত চলাকালীন প্রসিকিউটর কার্যালয় মর্মান্তিক এই ঘটনার কারণ এবং জড়িতদের ভূমিকা নির্ধারণ করবে।”

পুলিশ তথ্য সংগ্রহ করে হতাহতের পরিচয় জানার পর রবিবার আগুনের খবর প্রকাশ পায়।

পেরুর জ্বালানি এবং খনি মন্ত্রকের তথ্য অনুসারে, শনিবার সোনার খনির দুর্ঘটনাটি দুই দশকের বেশি সময়ের মধ্যে দেশের একক মারাত্মক দুর্ঘটনা।

পেরু হলো দক্ষিণ আমেরিকার শীর্ষ স্বর্ণ উৎপাদক। স্বর্ণ খনি দেশটির একটি মূল শিল্প।

২০২২ সালে দেশটিতে খনি দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয় যা ল্যাটিন আমেরিকান খনির নিরাপত্তা বিষয়ক উদ্বেগ তুলে ধরে।

২০০২ সাল পেরুর সবচেয়ে মারাত্মক বছর ছিল। সেবারে বিভিন্ন খনির দুর্ঘটনায় ৭৩ জন নিহত হয়েছিল।

XS
SM
MD
LG