সংকট-কবলিত সুদান থেকে ১৩৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে সহায়তা করায়, সৌদি আরব সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশেরপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার (৮ মে)রাতে বলেন,“ সুদান থেকে বাকিদের সরিয়ে আনতে বাড়তি সময় লাগছে। আমরা বিকল্প হিসেবে জেদ্দা বা কাছাকাছি কোথাও থেকে জাহাজ ভাড়া করার জন্য নির্দেশনা দিয়েছি। যাতে সবাইকে একবারে না হলেও, দুই বা তিনবারে (অথবা একাধিক জাহাজে) জেদ্দায় নিয়ে আসা সম্ভব হয়।”
তিনি বলেন, “আমরা জানি অনেকেরই হয়তো বিভিন্ন সমস্যা হচ্ছে, কিন্তু আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছি এবং পোর্ট সুদানে যেন খাদ্য এবং বাসস্থানের সমস্যা না হয় সেদিকে নজর রাখছি। আশাকরি আমরা দ্রুত আপনাদের কষ্ট লাঘব করতে পারবো। সবাইকে সহায়তা করার অনুরোধ করছি।”
সোমবার সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় এসেছেন ১৩৬ বাংলাদেশি।