ভুটান এবং বাংলাদেশের মধ্যে শিগগির জলবিদ্যুতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কেনসি। মঙ্গলবার (৯ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত। এ সময় তিনি একথা জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, “জলবিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে।”
রাষ্ট্রপতি, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভুটানের জনগণের অটল সমর্থনের কথা স্মরণ করেন।তিনি বলেন, “ ভুটানের সঙ্গে সম্পর্ককে ঢাকা বিশেষ গুরুত্ব দেয়। কারণ, আমাদের মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের আগেই প্রথম দেশ হিসেবে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় উন্নীত হবে।”
এ অঞ্চলের সুবিধার জন্য, বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশ বিভিন্ন আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তিনি সম্ভাবনাগুলো অন্বেষণ করতে দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর জোর দেন।