মঙ্গলবার তিউনিসিয়ার এক নৌ রক্ষী জেরবা দ্বীপের একটি উপাসনালয়ে পৌঁছানোর চেষ্টা করার সময় চারজনকে হত্যা এবং নয়জনকে আহত করেছে।
আফ্রিকার প্রাচীনতম ঘ্রিবা সিনাগগে বার্ষিক তীর্থযাত্রার সময় এই হামলা হয়েছিল। সেখানে প্রতি বছর ইউরোপ এবং ইসরাইল থেকে শত শত মানুষ আসে।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, আততায়ী প্রথমে একটি নৌ স্থাপনায় অন্য একজন গার্ডকে গুলি করে এবং সিনাগগে যাওয়ার আগে তার গোলাবারুদ নিয়ে যায়।
হামলাকারী তখন সিনাগগের বাইরে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন কর্মকর্তা ও দুজন দর্শক নিহত হন। এরপর নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে গুলি করে হত্যা করে।
তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রক নিহত দুজন দর্শকের একজনকে তিউনিসিয়ান ও আরেকজনকে ফরাসি নাগরিক বলে শনাক্ত করেছে।
সিনাগগটি ছিল ২০০২ সালে একটি ট্রাক বোমা হামলার স্থান যেখানে ২১ জন পর্যটক নিহত হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র বার্ষিক ইহুদি তীর্থযাত্রার সময় ঘ্রিবা সিনাগগে হওয়া হামলার নিন্দা জানায়।” “আমরা তিউনিসিয়ার জনগণের প্রতি সমবেদনা জানাই এবং তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর ত্বরিৎ পদক্ষেপের প্রশংসা করি।”
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।