অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত


গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলার ফলে বিস্ফোরণ থেকে ধোঁয়া এবং আগুন দেখা যাচ্ছে। ১০ মে, ২০২৩।
গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলার ফলে বিস্ফোরণ থেকে ধোঁয়া এবং আগুন দেখা যাচ্ছে। ১০ মে, ২০২৩।

ইসরাইলি সৈন্যরা বুধবার পশ্চিম তীরে এক অভিযানে দুই ফিলিস্তিনিকে হত্যা করে এবং গাজা উপত্যকায় বিমান হামলা চালায়।

ফিলিস্তিনি বাহিনী ইসরাইলি হামলার জবাবে আন্তঃসীমান্ত রকেট হামলা চালায়। দক্ষিণ ইসরাইলে সতর্কতার জন্য সাইরেন বাজানো হয়।

রকেট হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি বিমান হামলায় অন্তত একজন নিহত ও একজন আহত হয়েছেন।

গাজায় ইসরাইলি হামলায় ইসলামিক জিহাদের তিনজন সিনিয়র জঙ্গি এবং নারী ও শিশুসহ অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার একদিন পর এ বিমান হামলা চালানো হয়।

পশ্চিম তীরে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যরা অভিযান চালানোর সময় তাদের ওপর গুলি বর্ষণ করা হয়েছে।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কাবাতিয়া শহরে এ অভিযান চালানো হয়।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ১০৭ জন ফিলিস্তিনি নিহত এবং ফিলিস্তিনি হামলায় ২০ জন ইসরায়েলি নিহত হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য নেয়া হয়েছে এপি, এএফপি এবং রয়টার্স থেকে।

XS
SM
MD
LG