মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা আপোসকৃত কম্পিউটারগুলোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক সরিয়ে নিয়েছে। রুশ চরেরা প্রায় ২০ বছর ধরে এটি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ওপর গুপ্তচরবৃত্তি করতে ব্যবহার করেছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের একটি ইউনিট অন্তত ৫০টি দেশের শত শত আপোসকৃত কম্পিউটার নেটওয়ার্ক থেকে সংবেদনশীল নথি চুরি করতে স্নেক নামে একটি সফটওয়্যার ব্যবহার করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হ্যাক হওয়া কম্পিউটারগুলো নেটো সদস্য সরকার, সাংবাদিক এবং রুশ সরকারের আগ্রহের অন্যান্য লক্ষ্যবস্তুর।
যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে স্নেক-সংক্রমিত কম্পিউটারগুলো চুরি হওয়া ডেটা রাশিয়ায় পাঠানোর বাহক হিসেবে কাজ করেছিল।
বিচার বিভাগ স্নেককে “এফএসবি-র প্রিমিয়ার সাইবার এস্পিওনাজ ম্যালওয়্যার ইমপ্লান্ট” বলে অভিহিত করেছে।