অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবক নিহত


বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে উখিয়া পালংখালী ৯ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত যুবক মোহাম্মদ কবির আহমদ (২৮) কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আবুল হোসেনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী শুক্রবার (১২ মে) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০ থেকে ২৫ জনের মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে, বেসরকারি সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” ওসি আরো জানান, “কী কারণে এ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।”

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG