অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনা সিটি নির্বাচন: মেয়র পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


খুলনা সিটি করপোরেশন

মনোনয়নপত্র সংগ্রহ করার দুই দিন বাকি থাকতেই, ১২ জুন অনুষ্ঠেয় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে, এ পর্যন্ত মেয়র পদে সাতজন সহ ২২২ প্রার্থী, নির্বাচন কমিশনের নির্দিষ্ট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ধার্য করা হয়েছে ১৬ মে। জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে, প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বিতরণ করা হবে ২৬ মে।কাউন্সিলর পদে এখন পর্যন্ত আটজন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন; জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু, তরুণ নির্ভর নাগরিক সংগঠন আগুয়ান-৭১ এর মো. আব্দুল্লাহ চৌধুরী, আওয়ামী লীগের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী আবদুল গাফফার বিশ্বাস, সাবেক সংসদ সদস্য এস এম শফিকুর রহমান ও প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শুক্রবার (১২ মে) পর্যন্ত মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, “প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া, প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।”

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু না হলে, ভোটারদের আকৃষ্ট করতে, প্রার্থী ও তাদের সমর্থকরা মাঠে নেমেছেন। ১২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩১টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।

XS
SM
MD
LG