অ্যাকসেসিবিলিটি লিংক

১২ লাখ রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরানোর সক্ষমতা নেই: প্রতিমন্ত্রী এনামুর রহমান


কক্সবাজারে শরণার্থী শিবিরের ভেতরে একটি বাজারে জড়ো হয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। (ফাইল ছবি)
কক্সবাজারে শরণার্থী শিবিরের ভেতরে একটি বাজারে জড়ো হয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। (ফাইল ছবি)

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, “ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সক্ষমতা সরকারের নেই।”

শনিবার (১৩ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী এনামুর রহমান আরো জানান, “শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের নেতৃত্বে সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবক রোহিঙ্গাদের জন্য কাজ করছে।”

তিনি বলেন, “পাহাড়ে জলোচ্ছ্বাসের কোনো ভয় নেই। তবে ভারী বৃষ্টির কারণে ভূমিধস হতে পারে। এটি মাথায় রেখে, আমি স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলেছি।”

XS
SM
MD
LG