অ্যাকসেসিবিলিটি লিংক

ঘুর্ণিঝড় মোখাঃ সাগরপারের বাসিন্দারা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন


শনিবার ১৩ মে মধ্য-বঙ্গোপসাগর সংলগ্ন ঘূর্ণিঝড় 'মোখা', বাতাসের গতিবেগ কমে যাওয়ায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। তাই বাংলাদেশের কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এটি বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়-এর প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। শনিবার রাতেই সাগরপারের বাসিন্দারা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেন।

XS
SM
MD
LG