অ্যাকসেসিবিলিটি লিংক

মায়েরা যেমন হয়


মায়েরা যেমন হয়
please wait

No media source currently available

0:00 0:04:05 0:00

সন্তানের প্রতি এই প্রতিটা মায়ের অনুভূতি এক, একথা ধরেই নেয়া যায়।

১৪ মে মা দিবসে আমরা ঢাকার স্কুল পড়ুয়া শিশুদের সেইসব মা'র সাথে কথা বলেছি, যারা সন্তানকে স্কুলে আনা-নেয়া, তাদের পড়াশুনো করানো, তাদের ভবিষ্যৎ গড়ে দেয়া সহ একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বড় করে তোলার জন্য, নিজেদের স্বপ্ন, উচ্চাকাঙ্খা, শখ আহ্লাদ, স্বাচ্ছন্দ্য ও সুখ বিসর্জন দিচ্ছেন প্রতিনিয়ত। এই মায়েরা কোনো বিজ্ঞাপনের সুপারমম নন, এই মায়েরা আমাদের চিরচেনা— পাশের বাড়ির মা , আমাদের নিজেদের মা, প্রতিদিন নিজেকে নিংড়ে নিংড়ে সবটুকু সন্তানের জন্য উজাড় করে দেয়া মা।

ভয়েস অফ আমেরিকার জন্য মা দিবসে এই প্রতিবেদনটি তৈরি করেছেন মারজানা সাফাত।

XS
SM
MD
LG