নতুন অগ্রগতিঃ
- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ব্রিটেন সফর সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিমা মিত্র দেশগুলোতে তার চতুর্থ গন্তব্য। তিনি সেখানে নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন।
- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ফ্রান্স ইউক্রেনের ফাইটার পাইলটদের প্রশিক্ষণের জন্য উন্মুক্ত।
- জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ব্ল্যাক সি গ্রেইন চুক্তি অব্যাহত রাখা “অত্যন্ত গুরুত্বপূর্ণ” এবং এটিকে বাঁচিয়ে রাখার জন্য জাতিসংঘ “নিবিড় আলোচনা”তে নিযুক্ত রয়েছে।
মঙ্গলবার ইউক্রেনের একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়া কিয়েভের ওপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা ঐ হামলাকে “তীব্রতার ক্ষেত্রে ব্যতিক্রমী” বলে অভিহিত করেছে।
কিয়েভের নগর সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে পোস্ট করেছেন যে, এই আক্রমণটি “স্বল্পতম সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক আক্রমণকারী ক্ষেপণাস্ত্র” বৈশিষ্ট্যযুক্ত।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, তারা অনির্দিষ্ট সংখ্যক ড্রোন এবং ৬টি হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্রসহ কিয়েভে রাশিয়ার ১৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
নতুন সামরিক সহায়তা
সোমবার ব্রিটেন বলেছে, তারা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিয়েভকে জোরদার করার আশায় ইউক্রেনকে আরও কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং সামরিক ড্রোন পাঠাচ্ছে।
ক্রেমলিন বলেছে, তারা ইউক্রেনের জন্য ব্রিটিশ সহায়তাকে “অত্যন্ত নেতিবাচকভাবে” দেখেছে। তবে মুখপাত্র দমিত্রি পেসকভ বলেন, রাশিয়া বিশ্বাস করে না যে, নতুন অস্ত্র যুদ্ধের গতিপথকে ব্যাপকভাবে পরিবর্তন করবে।
জার্মানি ইউক্রেনের জন্য ৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুরোপুরি আক্রমণ শুরু করার পর থেকে এটি জার্মানীর সর্ববৃহৎ সাহায্য।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।