অ্যাকসেসিবিলিটি লিংক

স্কুলে মিডডে মিল প্রকল্পে পশ্চিমবঙ্গকে ২০০ কোটি টাকার অনুদান কেন্দ্রের


ভারতের একটি স্কুলে শিক্ষার্থীরা
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীরা

মিডডে মিল নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রকল্প পিএম পোষণের সচিব। রাজ্যের মিডডে মিল নিয়ে সাম্প্রতিক সময়ে দূর্নীতির অভিযোগ উঠেছিল। সোমবার ১৫ মে বিকেলেই সেই বিষয়টি উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

এদিন বিকেলে টুইটে ব্রাত্য লেখেন, "আজ পিএম প্রকল্পের বোর্ড সচিবের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। সেখানে আমাদের স্কুল শিক্ষা বিভাগের অধীনে মিডডে মিল দফতর, একটি বিস্তারিত আলোচনা করে প্রেজেন্টেশন জমা করেছে। এই প্রকল্পের অধীনে নেওয়া বিভিন্ন রাজ্যের উদ্যোগের প্রশংসা করেছে কেন্দ্র এবং এই প্রকল্প অনুমোদন বোর্ড ২৩-২৪ অর্থবর্ষে ২০০০ কোটি টাকা অনুমোদন করেছে।"

এখানেই থামেননি ব্রাত্য। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী সরাসরি তোপ দেগেছেন কেন্দ্র সরকারের কমিটিগুলোর দিকে। সেই টুইটে তিনি আরও লেখেন যে, "এদিন বোর্ডের এই অনুমোদনই দেখিয়ে দিয়েছে যে, যৌথ পর্যালোচনা কমিটির রিপোর্টকে ঘিরে যে উত্তেজনা তৈরি করা হয়েছিল, তা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই। কোনও একটি বিশেষ রাজনৈতিক দল তাঁদের রাজনৈতিক লাভের জন্য এমনটা করেছিলেন।"

প্রসঙ্গত, কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে বলে বারবার অভিযোগ করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। আবাস যোজনা, ১০০ দিনের কাজ, সড়ক যোজনার মতো প্রকল্পের কেন্দ্রের বরাদ্দ টাকা দিচ্ছে না মোদী সরকার, এমন অভিযোগ শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বহু নেতা-মন্ত্রীর মুখেই। তারমধ্যেই মিডডে মিল প্রকল্পে ২০০০ কোটির অনুদান খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

XS
SM
MD
LG