ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রাম—এই তিনটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই এখন মেটার অধীনে। মেটা হওয়ার পর থেকে ফেসবুক-সহ বাকি দু’টিও নানান পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। এরমধ্যেই চাকরি ছেড়ে দিলেন ভারতে দায়িত্বপ্রাপ্ত মেটার প্রধান আধিকারিক মণীশ চোপড়া ।
মেটা থেকে ইস্তফা দেওয়ার পর মণীশ বলেছেন, "এখানে দারুণ একটা টিমের সঙ্গে কাজ করেছি। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে নিঃস্বার্থ সহযোগিতার ভিত্তিতে কাজ করেছি। আমি আমার পেশাদার জীবনে অন্য পথে হাঁটতে চলেছি। যথা সময়ে আপনাদের জানাব।"
গত নভেম্বরে মেটার (ভারত) প্রধান অজিত মোহন চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি যোগ দেন স্ন্যাপ চ্যাটে। তারপর বেশ কিছুদিনের জন্য ভারতে মেটার অস্থায়ী প্রধান করা হয়েছিল মণীশকে। চলতি বছরের জানুয়ারিতে আবার সন্ধ্যা দেবনাথন যোগ দেওয়ার পর তাঁকে স্থায়ী প্রধান করা হয়।
অজিত মোহনের চাকরি ছাড়ার কয়েকদিন পর মেটার আর এক কর্তা অভিজিৎ বোস ইস্তফা দেন মেটা থেকে। তিনি ভারতে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত যাবতীয় কিছু দেখতেন। ভারতে মেটার পাবলিক পলিসির মাথায় থাকা রাজীব আগরওয়ালও চাকরি ছেড়েছেন সম্প্রতি। ফলে ছ’মাসে চার বড় মাথা মেটা ছেড়ে বেরিয়ে গেলেন। যা মেটার সাম্প্রতিক সময়ে বড় ধাক্কা বলেই মত অনেকের।