অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের দিল্লিতে প্রতিবাদরত কুস্তিগিরদের সমর্থনে কলকাতায় মিছিলে হাঁটবেন পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা


ভারতের দিল্লিতে প্রতিবাদরত কুস্তিগিরদের সমর্থনে কলকাতায় মিছিলে হাঁটবেন পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা
ভারতের দিল্লিতে প্রতিবাদরত কুস্তিগিরদের সমর্থনে কলকাতায় মিছিলে হাঁটবেন পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা

ভারতে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা এবার একত্রিত হচ্ছেন কলকাতা শহরে, রাজধানী দিল্লিতে যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদে অবস্থান বিক্ষোভরত কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগত সহ আরও অনেকের মতো কুস্তিগিরদের পাশে থাকতে। বৃহস্পতিবার ১৮ মে বিকেল ৩টেয় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি সংহতি মিছিলের আয়োজন করেছেন ওই ক্রীড়াবিদরা।

দিল্লির যন্তর মন্তরে বসেছেন দেশের চ্যাম্পিয়ন খেলোয়াড়রা। এর আগে দিল্লিতেই পিটি ঊষা বলেছেন, অ্যাথলিটদের এই বিক্ষোভ দেশকে কলঙ্কিত করছে। এই অবস্থায় বাংলার বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমীরা বলছেন এবার তাঁদের সংযমের বাঁধ ভেঙে গিয়েছে।

প্রাক্তন বাস্কেটবল তারকা অনিতা রায় মেয়েদের খেলাধুলার জন্য তৈরি করেছেন ক্যালকাটা গুড কাউন্সিল। মেয়েদের খেলাধুলো এখনও অবহেলিত। খোলা মাঠের ফুটবলে কলকাতা ময়দানে এখনও মেয়েদের জন্য নেই কোনও আলাদা ব্যবস্থা। তিনি বলছেন "স্বভাব লাজুক মেয়েরা ভয়ে, লজ্জায় অপমানের কথা বলতে পারে না। সর্বত্রই ‌ কানাঘুষো শোনা যায়, কেউ এগিয়ে এসে প্রতিবাদ করে না। অনেকে খেলাই ছেড়ে দেয়।"

পিটি ঊষা এবং মেরি কমের ভূমিকার সমালোচনাও করেন অনেকে। মঙ্গলবার ১৭ মে কলকাতার ক্রীড়া সাংবাদিক তাঁবুতে ১৮ মে এর সংহতি মিছিল বিষয়ক একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। ক্রীড়াক্ষেত্র ছাড়াও ওই সাংবাদিক সম্মেলনে ছিলেন নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির তরফে কল্পনা দত্ত।

প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন সুমিত মুখোপাধ্যায়। তিনি জানান, "এই লড়াইয়ের ডাক সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সাক্ষী মালিক, ভিনেস ফোগতরা কেউ একা নন এই লড়াইয়ে।"

XS
SM
MD
LG