বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আফগানিস্তানের প্রতি ইরানের পানির অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশ সফরের সময় রাইসি বলেন, হেলমান্দ নদীর ওপর একটি বাঁধ দুই দেশের সীমান্ত বরাবর একটি হ্রদে পানির প্রবাহকে কমিয়ে দিচ্ছে।
আফগানিস্তান নদীর নিম্ন জলসীমার জন্য জলবায়ুগত কারণকে দায়ী করেছে।
রাইসি বলেন, পরিস্থিতি খতিয়ে দেখতে ইরানি বিশেষজ্ঞদের আফগানিস্তানে যাওয়ার অনুমতি দেয়া উচিত। তিনি বলেন, আফগানিস্তানের নেতাদের উচিত তার কথাগুলোকে “গুরুত্বের সাথে নেয়া এবং পরবর্তীতে অভিযোগ করা উচিত নয়।”
ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, সিস্তান এবং বেলুচিস্তানের মানুষ আগামী মাসে তীব্র পানি সংকটের সম্মুখীন হতে পারে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি থেকে নেয়া হয়েছে।