অ্যাকসেসিবিলিটি লিংক

চীন ও রাশিয়ার প্রভাব মোকাবেলায় বৈদেশিক সাহায্যই চাবিকাঠি: কংগ্রেসে ইউএসএআইডি প্রধান


ইউএসএআইডির প্রশাসক সামান্থা পাওয়ার (ফাইল ফটো)
ইউএসএআইডির প্রশাসক সামান্থা পাওয়ার (ফাইল ফটো)

রিপাবলিকান শীর্ষ আইনপ্রণেতা বুধবার জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপির) হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)'র জন্য অর্থায়নের অগ্রাধিকার যথেষ্ট নয়।

বাইডেন প্রশাসন ইউএসএআইডির জন্য ৩২০০ কোটি ডলার বৈদেশিক সহায়তা চেয়েছে যা ২০২৩ সালে কংগ্রেসের বরাদ্দকৃত অর্থের চেয়ে ৩০০ কোটি ডলার বেশি।

হাউজ ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল ইউএসএআইডির প্রশাসক সামান্থা পাওয়ারের সঙ্গে শুনানিতে বলেন, চীনা প্রভাব মোকাবেলায় সংস্থাটি তহবিলে অনুরোধ করা ৪০ কোটি ডলার কিভাবে ব্যয় করবে তা স্পষ্ট নয়।

ম্যাককাউল বলেন, “বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বকে তুলে ধরতে আমাদের বৈদেশিক সহায়তা অবশ্যই সিসিপি এবং আমাদের প্রতিপক্ষদের ঠেকাতে বিকল্প হিসাবে কাজ করবে।”

ক্যাপিটল হিলে বিভাগীয় প্রধানদের সাথে বাজেট শুনানি একটি বার্ষিক অনুশীলন, অর্থায়নের অনুরোধগুলি আলোচনার সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে।

হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে পাওয়ার বলেন, “প্রতিকূল শর্তে অস্বচ্ছ ঋণ অথবা ভাড়াটে সৈন্য নিয়ে হোক না কেন গণপ্রজাতন্ত্রী চীন এবং (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত। গণতন্ত্র ও মানবাধিকারকে মূল্য দেয় এবং আন্তর্জাতিক সীমানাকে সম্মান করে এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা দিতে হবে। প্রকৃতপক্ষে, কর্তৃত্ববাদী সরকাররা চায় একে চ্যালেঞ্জ করতে এবং এটিকে নতুন করে আকার দেওয়ার দিকে এদের লক্ষ্য। আমাদেরকে বিনিয়োগ করতে হবে স্থিতিশীল ও মানবিক এই বিশ্বের জন্য, যা আমাদের জন্য প্রয়োজন।

পাওয়ার আইনপ্রণেতাদের বলেন, আসন্ন ঋণসীমা সংকট মোকাবেলায় হাউজ রিপাবলিকানদের বাজেট আইন ইউএসএআইডির বিশ্বব্যাপী মিশন এবং আমেরিকার বৈশ্বিক প্রভাবের জন্য উল্লেখযোগ্য ক্ষতি করবে। গত মাসে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি সভার সদস্যরা এমন একটি আইন পাস করেছে, যা ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ যুক্তরাষ্ট্র সেনেটে গৃহীত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তাদের প্রস্তাব পাস হলে ইউএসএআইডি'র অর্থায়ন ২২ শতাংশ পর্যন্ত কমানোসহ সরকারি ব্যয় কমানোর বিনিময়ে ঋণের সীমা বাড়ানো হবে।

রোবিবার এবিসি নিউজকে ম্যাককাউল বলেন, ঋণ খেলাপির পথে যাওয়া সঠিক পথ নয়। আমাদের শত্রুরা বিষয়টি খুব নিবিড়ভাবে দেখছে। আমরা যখন বিভক্ত হই সেটা তারা পর্যবেক্ষণ করছে। ... আমি মনে করি, যাতে আমরা সংবিধানের অধীনে আমাদের পূর্ণ বিশ্বাস ও কৃতিত্ব হারাই সেটাই তো তারা দেখতে চায় বিশেষ করে চীন।

তিনি আরও বলেন, রিপাবলিকানরা এটি এড়ানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে।

প্রতিবেদনের কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস থেকে নেয়া

XS
SM
MD
LG