ভারতে সম্প্রতি মুক্তি পাওয়া বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা জারি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় মুখ্যমন্ত্রীর নির্দেশ খারিজ করে দিল দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।
ফলে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে বাধা রইল না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে এই ছবি প্রদর্শনে আর কোনও বাধা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ছবির পরিচালক সুদীপ্ত সেন সংবাদমাধ্যমে বলেছেন, "এটা সিনেমার জয়। কণ্ঠরোধের বিরুদ্ধে বাক স্বাধীনতার জয়।"
গত ৮ মে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলায় দ্য কেরালা স্টোরি বন্ধের নির্দেশ দিয়েছিলেন। নবান্নের ব্যাখ্যা ছিল, এই ছবি প্রদর্শিত হলে রাজ্যে অশান্তির আগুন জ্বলতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট আগের শুনানিতেই প্রশ্ন তুলেছিল, কেন হঠাৎ বাংলায় অশান্তি হবে? অনেক রাজ্যেই তো এই সিনেমা দেখানো হচ্ছে। কোথাও তো অশান্তি হচ্ছে না।
এ নিয়ে পশ্চিমবঙ্গেও বিদ্বজ্জনেদের মধ্যেও দ্বিমত দেখা গিয়েছিল। মমতা তথা তৃণমূল ঘনিষ্ঠ বর্ষীয়ান শিল্পী শুভাপ্রসন্ন এ নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন রাজ্য সরকারের। অন্যদিকে কয়েক জনের মত ছিল মুখ্যমন্ত্রী ঠিক করেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কোনও যুক্তিকেই মান্যতা দিল না। তবে বাংলার ক’টা হলে এই ছবি চলবে তা এখনও স্পষ্ট নয়।