অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের প্রতিযোগিতা নিয়ে কঠোরভাবে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা


বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত এই ছবিতে, একজন চীনা অনার গার্ড বেইজিং-এর তিয়েন আন মেন স্কোয়ারে অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকীতে চীনের জাতীয় পতাকা মেলে ধরছেন; (ফাইল ফটো) ১ অক্টোবর ২০২২।

এই সপ্তাহে ২৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি হাউজ কমিটি, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে চীনের অর্থনৈতিক শক্তির আগ্রাসী ব্যবহারের প্রভাব অন্বেষণ করতে শুনানি করেছে। শুনানিতে. বেইজিং-এর প্রচেষ্টা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কি পদক্ষেপ নেয়া উচিৎ সেগুলোও বিবেচনা করা হয়েছে।

৬ জনের বেশি সাক্ষ্যপ্রদানকারী আইনপ্রণেতাদেরকে বলেছেন, কীভাবে চীন তার অর্থনৈতিক শক্তি ব্যবহার করে ছোট দেশগুলোকে অনুকূল বাণিজ্য ব্যবস্থা প্রদানে বাধ্য করে এবং চীনে কাজ করতে চায় এমন ব্যবসাগুলোকে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সমর্পন করতে বাধ্য করে। পরে এসব ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদের চীনা মালিকানাধীন প্রতিযোগীদের কাছে দিয়ে দেয়া হয়।

অন্যান্য সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন যে, চীনের অর্থনৈতিক নীতিগুলো, চীনকে বিশ্বব্যাপী প্রভাবশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষার অংশ। আর এটা হলে, চীন শেষ পর্যন্ত বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।

অন্যতম সাক্ষী রবার্ট লাইথাইজার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উভয় শুনানির সুরে বলেছেন, “এটি বললে অত্যুক্তি করা হবে না যে, চীনা কমিউনিস্ট পার্টি কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আসছে।”

শুনানিতে আসা অভিযোগে বিস্তারিত বর্ণনার বিষয়ে জবাব দেয়ার জন্য ভয়েস অফ আমেরিকা চীনা দূতাবাসের প্রতি আহ্বান জানালে, কোনো উত্তর পায়নি।

তবে, গত সপ্তাহে যখন চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে চীনের অর্থনৈতিক বল প্রয়োগের বিষয়ে জি সেভেন দেশগুলোর অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।

XS
SM
MD
LG