বাংলাদেশের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে টার্মিনাল দুটি বন্ধ করা হয়েছিলো।
গত মঙ্গলবার (১৬ মে) সেখানকার একটি টার্মিনাল থেকে এলএনজির সরবরাহ আংশিকভাবে শুরু হয়। আর, শনিবার (২০ মে) দিবাগত রাত থেকে অপর টার্মিনাল থেকেও গ্যাসের সরবরাহ শুরু হয়েছে। দুটি টার্মিনাল থেকে এখন ৮০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে পাইপলাইনে।
ঘূর্ণিঝড় মোখার কারণে এই দুই ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বন্ধ করা হয়। এর প্রভাবে কয়েক দিন চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কমে যায়; এক পর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়। বাংলাদেশের বিভিন্ন এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে দেশের অনেক এলাকায় লোডশেডিং করতে হয়।