আগামী ২৮ মে রবিবার ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তীব্র রাজনৈতিক বিবাদ শুরু হয়েছে। কংগ্রেস সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছে।
সোমবার ২২ মে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে টুইটে প্রশ্ন তুলেছেন নতুন সংসদ ভবন কেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তাঁর বক্তব্য, সংসদ অর্থাৎ আইনসভার শীর্ষে আছেন রাষ্ট্রপতি। তিনি সংবিধানের রক্ষক। তিনি সংসদের যৌথ অধিবেশনের উদ্বোধন করেন।
নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিরই সংসদ ভবন উদ্বোধন করার কথা। খাড়্গের অভিযোগ, "দলিত, আদিবাসীকে রাষ্ট্রপতি করা যে বিজেপি ও আরএসএসের নির্বাচনী চমক তা এখন আর কারও বুঝতে বাকি নেই। রাষ্ট্রপতি পদের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বর্তমান শাসক দল।"
রবিবার ২১ মে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। মুখ খোলেন আরও অনেক বিরোধী নেতা-নেত্রী। লক্ষণীয়, নতুন সংসদ ভবনের শিলান্যাস এবং ভবনের মাথায় সিংহ মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানেও ব্রাত্য ছিলেন রাষ্ট্রপতি। ওই দুটি অনুষ্ঠানের সময় রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। কিন্তু ভবনের শিলান্যাস এবং সিংহ মূর্তি প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী মোদীই।
এবার সংসদ ভবন উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের সুখেন্দু শেখর রায়, সিপিআইয়ের ডি রাজা, আরজেডির মনোজ ঝাঁ, এআইএমআইএমের নেতা আসাউদ্দীন ওয়েইসি প্রমুখও।
নতুন সংসদ ভবন আয়তনে ৬৪ হাজার ৫০০ বর্গ মিটার। সেখানে ১২৮০ জনের বসার ব্যবস্থা আছে। করোনা মহামারী পরবর্তী বেসামাল আর্থিক অবস্থার মধ্যে কেন বিপুল টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হল সে প্রশ্ন বিরোধীরা আগেই তুলেছে। সেই ভবন শিলান্যাস ও উদ্বোধন কেন রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী করবেন সেই প্রশ্নে এবার সহমত হচ্ছেন বিরোধীরা।