অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে সর্বসাম্প্রতিক যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সংঘর্ষের খবর পাওয়া গেছে


সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাতের পর খার্তুমে ধোঁয়া দেখা যাচ্ছে। (১১ মে, ২০২৩)
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাতের পর খার্তুমে ধোঁয়া দেখা যাচ্ছে। (১১ মে, ২০২৩)

সুদানের রাজধানীর বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির প্রথম দিন গোলাগুলির ঘটনা ঘটেছে।

এর আগে সুদানের জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সশস্ত্র বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন র‍্যাপিড সিকিউরিটি ফোর্সেস সোমবার গভীর রাতে শুরু হওয়া যুদ্ধ থামাতে সম্মত হয়।

অব্যাহত সহিংসতার কারণে এর আগে একাধিক যুদ্ধবিরতি ভেঙে গেছে।

সর্বশেষ চুক্তিটি সৌদি আরবের জেদ্দায় আলোচনার সময় করা হয়। এতে সৌদি, যুক্তরাষ্ট্র এবং দুটি সুদানী বাহিনীর তিনজন করে প্রতিনিধির সমন্বয়ে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়।

সুদানে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ দূত ভলকার পার্থেস সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "আমি উভয় পক্ষকে যুদ্ধ বন্ধ করতে এবং সুদান ও তার জনগণের স্বার্থে সংলাপে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। জীবন ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সংঘাতের ক্রমবর্ধমান জাতিগতকরণ এটিকে প্রসারিত এবং দীর্ঘায়িত করার ঝুঁকি বাড়াচ্ছে। এই অঞ্চলে তা বড় প্রভাব ফেলবে।“

পার্থেস বলেন, পাঁচ সপ্তাহের লড়াইয়ে ১৯০ শিশুসহ ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ছয় হাজার মানুষ। দশ লক্ষেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং ২ লক্ষ ৫০ হাজার দেশ ছেড়ে পালিয়ে গেছে।

রাজধানীতে বিমান হামলা ও লড়াইয়ের পাশাপাশি পশ্চিম দারফুরে বড় আকারের সাম্প্রদায়িক সহিংসতা পুনরায় শুরু হয়েছে।

পার্থেস জোর দিয়ে বলেন, অস্থায়ী যুদ্ধবিরতি চূড়ান্ত লক্ষ্য নয়, বরং শত্রুতার স্থায়ী অবসান এবং তা একটি নতুন সুদানী মালিকানাধীন এবং নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনার দিকে এগিয়ে যাওয়ার একটি হাতিয়ার।

আফ্রিকান ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার ভিডিও লিঙ্কের মাধ্যমে সোমবারের বৈঠক সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, সংঘাতের অবসান ঘটাতে আঞ্চলিক গোষ্ঠী ”নিরলসভাবে” কাজ করে যাচ্ছে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এএফপি থেকে এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।।

XS
SM
MD
LG