অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তর-পূর্বের মণিপুরে জাতিগোষ্ঠীর সংঘর্ষে চলছে গুলি, নিহত এক, আহত দুই, পুড়ছে ঘরবাড়ি


ভারতের উত্তর-পূর্বে মণিপুরে সপ্তাহ কয়েকের বিরতির পরে নতুন করে হিংসা ছড়িয়েছে। রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিম অঞ্চল, বিষ্ণুপুর জেলায় গোলাগুলি চলছে। গুলিতে প্রাণ গেছে এক যুবকের, আহত আরও দু’জন। ইম্ফলে যুযুধান দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধায় সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। নতুন করে জারি করা হয়েছে কার্ফু।

বুধবার ২৪ মে সকাল থেকেই অগ্নিগর্ভ মণিপুর। বিষ্ণুপুর জেলায় ২৯ বছরের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, আহত আরও দু’জন। বিষ্ণুপুর জেলায় একাধিক বাড়িতে আগুন ধরানো হয়েছে। অন্যদিকে, পূর্ব ও পশ্চিম ইম্ফলও রণক্ষেত্রের চেহারা নিয়েছে। নতুন করে হিংসার আগুল জ্বলেছে ইম্ফলে।

স্থানীয় পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর নাগাদ ইম্ফলের নিউ ল্যাম্বুলেন এলাকায় জোর করে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করিয়ে দেয় সশস্ত্র দুষ্কৃতীরা৷ তারপরেই উত্তেজিত জনতা এলাকার কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়৷ গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। আদি বাসিন্দা মেইতিই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জ়ো-সহ কয়েকটি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে সে রাজ্যে সরকারি হিসাবে ৭৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা প্রায় ৩০০। গোষ্ঠীহিংসার জেরে ঘরছাড়া হয়েছেন ২৫ হাজারেরও বেশি মানুষ।

এর মধ্যেই নতুন করে কার্ফু জারি হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে৷ সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত জারি থাকছে কার্ফু৷ এছাড়া, সারা রাজ্যে ইন্টারনেট পরিষেবার উপরে জারি হওয়া নিষেধাজ্ঞা আরও ৫ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে৷

XS
SM
MD
LG