বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) রাজশাহী জেলার হড়গ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ।
এদিকে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহীর পুঠিয়া থানায় রবিবার (২১ মে) আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে একটি মামলা করেন।
এই মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবু সাঈদ চাঁদ তাঁর বক্তব্যে বলেছেন, “শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে এবং তাঁকে পদত্যাগ করানোর জন্য যা যা প্রয়োজন, তা আমরা করব”।
এ ঘটনার জেরে রাজশাহী নগরের রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় আবু সাঈদ চাঁদের নামে আরও দুটি মামলা করা হয়। ওই মামলা দুটিতে বাদী হয়েছে পুলিশ।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা করা হয়েছে।