অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে


ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের দেয়া একটি ছবিতে অজ্ঞাত স্থানে খাইবার নামে চতুর্থ প্রজন্মের খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখা যাচ্ছে। (ছবিঃ এএফপি/এইচও/ইরান প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট)। ২৫মে, ২০২৩।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের দেয়া একটি ছবিতে অজ্ঞাত স্থানে খাইবার নামে চতুর্থ প্রজন্মের খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখা যাচ্ছে। (ছবিঃ এএফপি/এইচও/ইরান প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট)। ২৫মে, ২০২৩।

বৃহস্পতিবার ইরান নতুন একটি তরল জ্বালানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা দেড় হাজার কিলোগ্রাম ওয়ারহেডসহ দুই হাজার কিলোমিটার।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে, এটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ক্ষেপণাস্ত্রটি অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যেতে পারে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG