সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. হান্নান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন- বিএনপির সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি অমর কৃষ্ণ দাস, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের সভাপতি বাদল মন্ডল গুটু ও কালিয়া–হরিপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান এবং অঙ্গ সংগঠন যুবদলের সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার নেতা মামুন ওরফে পোরা মামুন প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান, নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে করা মামলায় গত ২৪ ঘণ্টায় সদর, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি উপজেলা এবং সলঙ্গা ও এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিতদের গ্রেপ্তার করা হয়েছে।