অ্যাকসেসিবিলিটি লিংক

শেষ হলো বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন


বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ার সেন্ট্রাল রিসোর্ট হল রুমে অনুষ্ঠিত এই সম্মেলন শেষ হয়।

সংবাদ সম্মেলনে বিজিবি'র কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব বলেন, “সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরো বলেন, “এই সম্মেলনের মাধ্যমে দুই সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন পর্যায়ে আলোচনার ধারা অব্যাহত রাখতে, রতিবেশি দেশের দুই বাহিনীর সম্পর্ক আরো উন্নত করতে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।”

সংবাদ সম্মেলনে, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের বিগ্রেডিয়ার জেনারেল হেটেট লুইন-সহ ১৬ সদস্যের প্রতিনিধি দল, বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG