অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানি কূটনীতিকের গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, সকলেই অক্ষত


বাংলাদেশে কর্মরত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেট কারকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে, অল্পের জন্য তিনি এবং তার পরিবারের সদস্য প্রাণে রক্ষা পান। শুক্রবার (২৬ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি দ্রুতগামী বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরাইল খাঁতিহাটা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান,“ শুক্রবার দুপুরে ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার, তার স্ত্রী রেহেনা সরওয়ার খোখার, ছেলে মোহাম্মদ খোখার ও মেয়ে হুদা আব্বাস খোখারকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিলেন। এ সময় কূটনীতিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন।”

ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, “তাদের বহনকারী গাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, তবে, সৌভাগ্যক্রমে, তারা কেউ আহত হননি।”

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেছে। পুলিশ বাসের চালক, হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে এবং বাসটি জব্দ করেছে।

পরে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা অন্য একটি গাড়িতে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। এ ঘটনায় মামলা করা হবে হবে বলে জানান ওসি। তবে, এ বিষয়ে পাকিস্তান হাইকমিশনের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

XS
SM
MD
LG