আইসিসি-র থেকেও ধনী ক্রিকেট সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ী দল যা পাবে, তার চেয়ে বেশি পাবে এবার যে আইপিএল-এ চ্যাম্পিয়ন হবে।
শুক্রবার ২৬ মে আইসিসি টেস্টের বিশ্বকাপের খেতাবী অর্থ ঘোষণা করেছে। তাতে মোট ৩৮ লক্ষ ডলার বা প্রায় ৩১ কোটি ৪৫ লক্ষ ১৯ হাজার টাকা টেস্ট বিশ্বকাপে অংশ নেওয়া ন’টি দেশকে দেবে আইসিসি।
২০২১-২৩ টেস্ট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে রোহিত শর্মারা পুরস্কার হিসাবে পাবেন ১৬ লক্ষ ডলার বা প্রায় ১৩ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার টাকা। রানার্স দল পাবে ৮ লক্ষ ডলার বা প্রায় ৬ কোটি ৫৫ লক্ষ ৩৪ হাজার টাকা।
এই পরিপ্রেক্ষিতে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, কেন বিশ্বের নামী নামী ক্রিকেটাররা দেশের খেলার থেকে আইপিএল-এর প্রতি বেশি আকৃষ্ট, তারও প্রমাণ মিলেছে। আইপিএলে এবার চ্যাম্পিয়ন হতে পারলে তাকে দেওয়া হবে ২০ কোটি টাকা। এমনকী রানার্স হলে দেওয়া হবে ১৩ কোটি টাকা।
তারপর ক্রিকেটারদের ব্যক্তিগত অর্থমূল্য তো রয়েইছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলের সব অর্থ ভাগ হলে ক্রিকেটাররা কোটি টাকা পাবেন আশা করা হচ্ছে।