মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে, মিয়ানমারের ১৯ নাগরিক এবং মানবপাচারকারী চক্রের পাঁচ বাংলাদেশি সদস্যকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ। শুক্রবার (২৬ মে) রাত ১১টা ১০ মিনিটের দিকে, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মিয়ানমারের ১৯ নাগরিকের মধ্যে রয়েছে সাত শিশু, ছয় নারী, ও ছয় পুরুষ। তারা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মানবপাচারকারী ৫ জন হলেন; টেকনাফ নাইট্যংপাড়ার সেলিমের ছেলে জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে জামাল (৩৮), আমিন শরীফের স্ত্রী হাজেরা (৫০) ও বরইতলীর আলী জোহরের ছেলে ইউনুছ (২৪) এবং মোহাম্মদ শাহ’র ছেলে দ্বীন ইসলাম।
ওসি জানান, “শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৯ জন মিয়ানমারের নাগরিককে চিহ্নিত করা হয়। আর, এ ঘটনায় জড়িত পাঁচ মানবপাচারকারীকে আটক করা হয়।”