বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।সবার জন্য সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে; পক্ষপাতমূলক নির্বাচন হবে না।” মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমরা ইভিএম-এ ভোট করছি। ইভিএমের ফল পরিবর্তনের ন্যূনতম সুযোগ নেই। কোনো ভোটারকে বাধা দেয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। এছাড়া, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোটগ্রহণ মনিটরিং করা হবে।”
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের দেশে নির্বাচনের সুস্থ ধারা এখনো শতভাগ ঠিক হয়নি। আমরা নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য দিন ও রাত কাজ করে যাচ্ছি।” গাজীপুর নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিইসি।বলেন, “খুলনায়ও আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেবো।”
নির্বাচনের আচরণ বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, “কেউ নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করলে প্রশাসন তাকে কঠোরভাবে দমন করবে।”