অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় দ্বিতীয় দফায় রিমান্ডে বিএনপি নেতা চাঁদ


মামলায় অভিযুক্ত বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ
মামলায় অভিযুক্ত বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার মামলায় অভিযুক্ত বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) ৫ দিনের রিমান্ড শেষে, আবু সাঈদ চাঁদকে আদালতে উপস্থাপন করে পুলিশ। এসময় আরো ১০ দিনের রিমান্ড আবেদন করলে, রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার বলেন, “৫ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে তোলা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে আরো ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দায়ের করা এই মামলা তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। তারাই এ মেয়াদে বিএনপি নেতা চাঁদকে জিজ্ঞাসাবাদ করবেন। গত ৫ দিনের রিমান্ডে চাঁদ কি ধরনের তথ্য দিয়েছেন জানতে চাইলে, পরিদর্শক পরিমল কুমার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে, গত ২৫ মে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে বিকালে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

XS
SM
MD
LG