এক সংঘর্ষে ৩০ জন নেটো সৈন্য এবং ৫২ জন বিক্ষোভকারী আহত হওয়ার একদিন পর, ইইউ এবং নেটো কর্মকর্তারা শান্ত ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন । তারপর দিন মঙ্গলবার, কসোভোর লেপোসাভিচ শহরে সার্বিয়ান বিক্ষোভকারীরা আলবেনিয়ান সাংবাদিকদের দুটি গাড়ি ভাংচুর করেছে।
কসোভোর উত্তরাঞ্চলীয় সার্ব-সংখ্যাগরিষ্ঠ এলাকায় জাতিগোষ্ঠীগত আলবেনিয়ান মেয়ররা দায়িত্ব গ্রহণের পর থেকে এই অঞ্চলে অস্থিরতা তীব্রতর হয়েছে। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা শুক্রবার প্রিস্টিনাকে তিরস্কার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, মুখোশধারী ব্যক্তিরা আলবেনিয়ান লাইসেন্স প্লেটে “এটু, সিএনএন অনুমোদিত” লেখা একটি গাড়ির কাছে এসে উইন্ডশিল্ড ভেঙে দেয়। অন্য একটি সংবাদমাধ্যমের আরেকটি গাড়িও ভাংচুর করা হয়। এতে কেউ হতাহত হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল কসোভো ও সার্বিয়ার নেতাদের সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বোরেল বলেন, “ইউরোপে এখন অনেক বেশি সহিংসতা চলছে, আরেকটি সংঘাত সহ্য করা সম্ভব না।“
কসোভোর উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ সার্বরা ২০০৮ সালে সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতার ঘোষণাকে কোনভাবেই মেনে নেয়নি। তারা দমনমূলক সার্বিয়ান শাসনের বিরুদ্ধে কসোভো আলবেনিয়ান বিদ্রোহের দুই দশকেরও বেশি সময় পরে বেলগ্রেডকে তাদের রাজধানী হিসাবে বিবেচনা করে।
জাতিগোষ্ঠীগত আলবেনীয়রা সামগ্রিকভাবে কসোভোর জনসংখ্যার ৯০শতাংশরও বেশি। তবে উত্তরাঞ্চলীয় সার্বরা দীর্ঘদিন ধরে তাদের অঞ্চলে স্বায়ত্তশাসিত পৌরসভাগুলির একটি সমিতি তৈরির জন্য ইইউ-মধ্যস্থতায় ২০১৩ এর চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।
সার্বরা এপ্রিলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে অস্বীকার করে এবং আদি আলবেনিয়ান প্রার্থীরা ৩.৫% ভোট দিয়ে চারটি সার্ব-সংখ্যাগরিষ্ঠ পৌরসভায় মেয়র পদে জয়ী হয়।
সার্বিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এবং স্লাভিক ও অর্থোডক্স খ্রিস্টান ঐতিহ্য ভাগাভাগি করা রাশিয়া মঙ্গলবার, কসোভোর অস্থিরতা দমনে “নির্ণায়ক পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানিয়েছে।
কসোভো কর্তৃপক্ষ কসোভোকে অস্থিতিশীল করার জন্য সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিককে দায়ী করেছে। ভুচিক কসোভো কর্তৃপক্ষকে নতুন মেয়র বসিয়ে সমস্যা সৃষ্টির জন্য দোষারোপ করেছেন।
কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানী বলেছেন, ভুচিক সমর্থিত অপরাধী দলগুলো কসোভো ও পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়।