দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জঙ্গি গোষ্ঠী জানিয়েছে, বুধবার লেবানন-সিরিয়া সীমান্তের কাছে একটি বিস্ফোরণে তাদের ৫ জন সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, কুসায়া শহরে এই বিস্ফোরণ ঘটেছে । এই ঘটনায় ইসরাইলি বিমান হামলাকে দায়ী করা হয়েছে।
এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী এতে জড়িত নয়।
পিএফএলপি গত ৫০ বছরে ইসরাইলের বিরুদ্ধে অসংখ্য হামলা চালিয়েছে, যার মধ্যে বিমান ছিনতাই ও বোমা হামলাও রয়েছে।
যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি ও রয়টার্স থেকে নেয়া ।