ভারতের হিন্দি সিনেমা জগতের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে সারা আলি খান অন্যতম। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা, মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের নাতনি তিনি। সামনেই মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’। সেইজন্য সহ-অভিনেতা ভিকি কৌশলকে সঙ্গে নিয়ে গোটা দেশজুড়ে প্রচার করছেন অভিনেত্রী সারা আলি খান । সোমবার ২৯ মে রাতে উপস্থিত ছিলেন গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের ট্রফি জয় উপভোগ করেছেন দু’জন। এরপর মঙ্গলবার ৩০ মে সকালেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন লখনউয়ের এক শিব মন্দিরে। দু’জনে মিলে শিবের মূর্তির মাথায় জল ঢেলে পুজো করেন। সেই ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়। তবে এরপরই কট্টরবাদীদের তোপের মুখে পড়েছেন সইফ-কন্যা।
কারণ সারা ধর্মে মুসলিম। পতৌদি পরিবারের বংশধর, সইফ আলি খানের প্রথম পক্ষের কন্যা সারা আলি খান। একজন মুসলিম হয়ে কেন তিনি শিব পুজো করছেন, সেই নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। মূলত মুসলিম মৌলবাদীরাই অভিনেত্রীকে বেশি আক্রমণ করেন। তাঁর বংশ পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। যদিও কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। জানা গিয়েছে, প্রথম সিনেমা ‘কেদারনাথ’-এর সময় থেকেই শিব ভক্তি বাড়তে শুরু করেছিল সারার মনে। আর তাই এখনও মাঝেমধ্যেই দেশের একাধিক শিব মন্দিরে ছুটে যান তিনি।
মঙ্গলবার সকালে ভিকি ও সারা লখনউয়ে সিনেমার প্রচার করছিলেন। সেসময়েই শহরের এক শিব মন্দিরে যান দু’জনে। গর্ভগৃহে বসে পুজো সারেন। ছবির সাফল্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনাও করেন দুই তারকা। এরপর মঙ্গলবার রাতেই সারা পৌঁছে গিয়েছিলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। গত সেপ্টেম্বরে এই মন্দিরেই পুজো দিতে এসে কট্টর হিন্দুত্ববাদীদের বাধার মুখে পড়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শেষে পরিচালক অয়ন মুখোপাধ্যায় একাই মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন।
তবে সারাকে কোনওরকম বাধা কিংবা আক্রমণের মুখে পড়তে হয়নি। সন্ধ্যারতি দর্শনের পর মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢুকে শিবলিঙ্গে জলও ঢেলেছেন তিনি। সামাজিক মাধ্যমে সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। গোলাপি সালোয়ার কামিজ পরে, একেবারে ছিমছাম সাজে দেখা গিয়েছে সারা আলি খানকে। পরে উজ্জয়িনীর এই মন্দিরে পুজো দেওয়ার অনুভূতিও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী।