অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চলমান তাপপ্রবাহ আরও ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে—আবহাওয়া অধিদপ্তর


বাংলাদেশে তাপপ্রবাহ
বাংলাদেশে তাপপ্রবাহ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ও বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

XS
SM
MD
LG