বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, চলতি হিসাবের ভারসাম্য উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার হার স্থিতিশীল করা বাংলাদেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ জাতীয় সংসদে বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপনকালে তিনি বলেন, “সামগ্রিকভাবে, আমাদের বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, চলতি হিসাবের ভারসাম্য পরিস্থিতির উন্নতি করা এবং বৈদেশিক মুদ্রার হার স্থিতিশীল করা”।
মুস্তাফা কামাল বলেন, “আগামী দিনে স্বল্পোন্নত দেশ থেকে টেকসই উত্তরণ এবং উত্তরণ-পরবর্তী বাস্তবতা মোকাবিলার কৌশলগুলো এখনই নির্ধারণ করা দরকার। বিশেষ করে শুল্ক যৌক্তিককরণ, রাজস্ব ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, ভর্তুকি/নগদ সহায়তা প্রত্যাহার বা বিকল্প অন্বেষণ ইত্যাদি এখন বিবেচনা করা উচিত”।
তিনি উল্লেখ করেন, সামাজিক নিরাপত্তা ব্যয় মেটাতে এবং প্রয়োজনীয় উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা করার জন্য জিডিপির শতাংশ হিসাবে রাজস্বের পর্যাপ্ত প্রবৃদ্ধি, সরকারি ব্যয়ের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অর্থায়ন সহজতর করা এবং দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত।
মুস্তাফা কামাল বলেন, “স্মার্ট বাংলাদেশের রূপরেখা সম্পর্কে আপনাদেরকে ইতিমধ্যেই জানানো হয়েছে। স্মার্ট বাংলাদেশের রূপরেখা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য আমরা একটি কৌশল প্রণয়ন করছি”।
তিনি বলেন, বাজেট বক্তৃতার সঙ্গে থাকে মধ্যমেয়াদী নীতি কৌশল সম্বলিত ‘মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি (এমটিএমপিএস)’ । এই নীতি বিবৃতি আমাদের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলোকে বিবেচনা করে মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক উদ্দেশ্যগুলোকে ব্যাখা করে।
সমস্ত নগদভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইএফটির আওতায় আসবে
সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় মুস্তফা কামাল জানিয়েছেন, সরকার আগামী অর্থবছর থেকে সমস্ত নগদভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ প্রদানকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করেছে।
তিনি বলেন, “সুবিধাভোগীর সংখ্যা এবং ভাতা পরিবর্তনের পাশাপাশি আমরা সরকার-ব্যক্তি (জি-টু-পি) পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আরও লক্ষ্যবস্তু, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পদ্ধতির প্রবর্তন করেছি”।
মুস্তফা কামাল বলেছেন, এই পদ্ধতির অধীনে ইতিমধ্যেই ২৫টি নগদভিত্তিক কর্মসূচির মধ্যে ২২টিতে প্রতিটি সুবিধাভোগী একটি নির্দিষ্ট তারিখে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি তাদের পছন্দের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল অ্যাকাউন্টে মাসিক ভাতা পাচ্ছেন।
তিনি বলেন, “আগামী অর্থবছরে অবশিষ্ট নগদভিত্তিক কর্মসূচিগুলোকেও এর আওতায় আনা হবে”।