অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার সংঘর্ষ—ছাত্রলীগের অস্ত্রের মহড়া


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার সংঘর্ষ—ছাত্রলীগের অস্ত্রের মহড়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার সংঘর্ষ—ছাত্রলীগের অস্ত্রের মহড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়েছে। এ সময় দুই পক্ষকে প্রকাশ্যে দেশীয় অস্ত্রহাতে মহড়া দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ক্যাপাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার (৩১ মে) কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের চবি শাখার দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সহকারী প্রক্টর ও একজন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হন।

সংঘর্ষের সময় ছাত্রলীগের চবি শাখার উপ-দপ্তর সম্পাদক রমজান হোসাইন প্রতিপক্ষের রামদার কোপে গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শাটল ট্রেনভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় দুই পক্ষকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে।

দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত শাহ আমানত হল ও শাহ জালাল হলে ছাত্রলীগের দুই পক্ষকে উত্তেজিত অবস্থায় দেখা গেছে। হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে যেতে দেখা গেছে।

চবির সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ এলাকাটি ঘিরে রাখে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি টিম ক্যাম্পাসে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।

XS
SM
MD
LG