অ্যাকসেসিবিলিটি লিংক

নাটোরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২ কলেজছাত্র আটক


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নাটোরে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও তার ভিডিও ধারণের অভিযোগে দুই কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ মে) রাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে সিয়াম ও আব্দুল্লাহ নামে ওই দুই কলেজছাত্রকে আটক করা হয়। তবে ভিডিও ধারণকারী আরেকজনকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বুধবার সন্ধ্যায় শহরের একটি বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ফৌজদারী পাড়া এলাকায় সিয়ামের নেতৃত্বে কলেজ ছাত্রসহ কয়েকজন ওই ছাত্রীর পথ আটকায় এবং তার ওড়না ছিনিয়ে নিয়ে জাপটে ধরে নানাভাবে হয়রানি করতে থাকে। ঘটনার দৃশ্য মোবাইলে ধারণ করতে থাকে অন্য একজন। এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।

নাছিম আহমেদ আরও বলেন, আটক দুজন নাটোরের এনএস সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে।

XS
SM
MD
LG