অ্যাকসেসিবিলিটি লিংক

ঋণ খেলাপি এড়ানোর বিষয়ে ওভাল অফিসের মন্তব্যে সমঝোতার কথা তুলে ধরলেন বাইডেন


প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে ফেডারেল ঋণের সীমা তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সরকারের খেলাপি এড়াতে বাজেট চুক্তি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ( ২ জুন, ২০২৩)

কয়েক সপ্তাহের কঠোর আলোচনার পর ফিসকাল রিসপোনসিবিলিটি অ্যাক্ট পাশ হওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানদের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা অর্জনে তার সক্ষমতা তুলে ধরেছেন। তিনি ২০২৪ সালের পুনঃনির্বাচনের প্রচারাভিযানে এই বিষয়টি আবার তুলে ধরতে চাইছেন।

এই পদক্ষেপটি ২০২৫ সালের জানুয়ারির প্রথম দিক অবধি যুক্তরাষ্ট্রের সরকারের ঋণের সীমা স্থগিত করে ।এটি সরকারের বিল পরিশোধের জন্য নগদ শেষ হওয়ার কয়েক দিন আগে সম্ভাব্য বিপর্যয়কর খেলাপি ঋণ এড়াতে পারে।

ওভাল অফিস থেকে তিনি বলেন, "গত কয়েক বছরে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তার জন্য অপরিহার্য হচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ণ বিশ্বাস ও কৃতিত্ব বজায় রাখা এবং এমন একটি বাজেট পাস করা যা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে এবং জাতি হিসেবে আমাদের মূল্যবোধকে প্রতিফলিত করবে”।

বাইডেন বলেন, এই প্রস্তাবটি পাস করা গুরুত্বপুর্ণ, তিনি বলেন, “ এর চেয়ে বড় ঝুঁকি হতে পারতো না”।

বাইডেন তার প্রশাসনের সময় দ্বিপক্ষীয় আইনগত সাফল্যের কথা তুলে ধরে বলেন, আমেরিকান গণতন্ত্র কাজ করার একমাত্র উপায় হচ্ছে “সমঝোতা ও ঐকমত্যের মাধ্যমে।“

শনিবার বিলটিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন বাইডেন।

এই প্রথম বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দিলেন। হোয়াইট হাউজের সেটিংসের মধ্যে সবচেয়ে আনুষ্ঠানিক সেটিংস সাধারণত এমন অনুষ্ঠানের জন্য সংরক্ষিত থাকে যখন প্রেসিডেন্টরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ভাষণ দেন।

সিনেট বৃহস্পতিবার রাতে এই পদক্ষেপের পক্ষে ৬৩-৩৬ ভোট দিয়েছে। ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান, এলিজাবেথ ওয়ারেন, এড মার্কি, জেফ মার্কলে এবং ডেমোক্র্যাটদের সাথে ককাস করা স্বতন্ত্র বার্নি স্যান্ডার্স এবং ৩১ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।

কেন ব্রেডেমিয়ার এই প্রতিবেদনে অবদান রেখেছেন।

XS
SM
MD
LG