অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘোষণা: করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের মৃতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারের


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার ২রা জুন সন্ধ্যায় ভারতে ওড়িশায় বালেশ্বরে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর সেদিন রাতে কেন্দ্রের তরফে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। শনিবার ৩রা জুন অকুস্থলে পৌঁছে পশ্চিমবঙ্গের যাঁরা প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায় তাঁদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি আশা করব সব রাজ্য সরকারই তাঁদের রাজ্যের মৃতদের পরিবারের পাশে দাঁড়াবে। আমরাও সর্বোতভাবে পরিবারগুলির পাশে আছি। বাংলার অনেক মানুষ এই ট্রেনে ছিলেন। আমাদের রাজ্যের বড় ক্ষতি।"

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, বাংলার পক্ষ থেকে চিকিৎসক, নার্স, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বালেশ্বরে। শনিবারও ৭০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

এদিন কপ্টারে বালেশ্বর যান মুখ্যমন্ত্রী। নেমে প্রথমে যান দুর্ঘটনাস্থলে। তারপর সেখান থেকে যান হাসপাতালে। স্থানীয় স্কুলেও যান, যা কার্যত মর্গ হয়ে উঠেছে, ক্লাসরুমে রাখা রয়েছে লাশের সারি। ওড়িশা সরকারের আধিকারিক, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, রেল কর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।

ইতিমধ্যেই বাংলার অনেকের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। কেউ তামিলনাড়ু, কেউ চেন্নাইয়ে রাজমিস্ত্রি বা অন্য কাজে যাচ্ছিলেন। ছিলেন বহু রোগী, যাঁরা চিকিৎসার জন্য যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, নবান্নে কন্ট্রোল রুম চলছে। মুখ্যসচিবের নেতৃত্বে তদারকির কাজ চালাচ্ছে রাজ্য সরকার।

পাশাপাশি, সারা রাজ্যের সব জেলাশাসককে তিনি নির্দেশ দিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে যেন ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখেন তাঁরা। বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের খাওয়া-থাকার বন্দোবস্তেও যেন ত্রুটি না হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

XS
SM
MD
LG