অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্যুৎ সংকট নিরসনের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ


বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন যে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। শনিবার (৩ জুন) সাভারের বিরুলিয়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, “চলমান কয়লা সংকটের কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং আশঙ্কাজনক হারে বেড়েছে। জাতীয় গ্রিডে প্রতিদিন দেড় হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে।” বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, শনিবার (৩ জুন) দুপুরে দেশে আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে।

XS
SM
MD
LG