বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন যে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে ২ সপ্তাহ সময় লাগবে। রবিবার (৪ জুন) মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, “আমরা আশা করছি, বর্তমান লোডশেডিং থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।”
নসরুল হামিদ স্বীকার করেন যে সাম্প্রতিক দিনগুলোতে লোডশেডিং-এর ফ্রিকোয়েন্সি বেড়েছে। তিনি বলেন, “পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে ২৫০০ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।” বর্তমান সংকটের জন্য বিদ্যুৎ উৎপাদন ইউনিটে জ্বালানি; বিশেষ করে গ্যাস, কয়লা ও তরল জ্বালানি সরবরাহের ঘাটতি-কে দায়ী করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ব্যবস্থা করতে, গত দুই মাস ধরে চেষ্টা করছি। কিন্তু, এলসি খোলার (লেটার অফ ক্রেডিট) বিষয়টি সমন্বয় করতে সময় লাগছে। মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানির চেষ্টা করছে।”
নসরুল হামিদ বলেন, “চলমান তাপপ্রবাহে পরিস্থিতি অসহনীয় হয়ে পড়েছে। কিছু বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে। তবে, জ্বালানি সুরক্ষিত করার বিষয়টি সবসময় আমাদের হাতে থাকে না।”