অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগান: শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, গণভবন প্রাঙ্গণে তিনটি চারা রোপনের পর তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন।তিনি বলেন, “আমি সবাইকে পরিবেশ বাঁচানোর জন্য আহ্বান জানাতে চাই; কারণ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা আমাদের কর্তব্য।”

শেখ হাসিনা বলেন, “আজ যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তাই গাছ লাগিয়েছি। আমি আশা করি বাংলাদেশের সকল নাগরিক এটি অনুসরণ করবে।” তিনি আরো বলেন, “আমি চাই জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। তাই, আমি সবাইকে গাছ লাগাতে আহবান জানাচ্ছি।”

বিশ্বব্যাপী পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে ফল, শাকসবজি এবং অন্যান্য পণ্য উৎপাদনের জন্য, সব খালি জায়গায় গাছ লাগাতে এবং প্রতিটি অঞ্চলকে উৎপাদনের আওতায় আনতে আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে অনেক উন্নত দেশ লড়াই করছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, “সরকার দেশের জনগণকে রক্ষা করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

শেখ হাসিনা বলেন, “আমি প্রত্যেক নাগরিককে তিনটি গাছ লাগাতে অনুরোধ করতে চাই এবং সম্ভব না হলে অন্তত একটি গাছ লাগান।” তিনি শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগাতে বলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উল্লেখ করেন যে তার দল ১৯৮৪ সালে সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৫ সালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। বাংলাদেশ কৃষক লীগও এই কর্মসূচি বাস্তবায়ন করেছে বলে জানান তিনি। বলেন, “আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে অন্তত তিনটি কাঠ, ফল ও ভেষজ গাছ লাগানোর নির্দেশ দেয়া হয়েছে।”

XS
SM
MD
LG