- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সাথে আলোচনার আয়োজন করছেন। আলোচনায় ইউক্রেনের জন্য সমর্থন এবং চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানগুলোতে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের আলোচনা অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
- ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, পশ্চিমা দেশগুলো চিন্তিত যে, চীন এবং রাশিয়া আর্কটিক অঞ্চলে তাদের প্রভাব বাড়াতে এই উত্তেজনাকে ব্যবহার করতে পারে। কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় গত বছর আর্কটিক কাউন্সিলের সদস্য হিসেবে রাশিয়ার সাথে তাদের পারস্পরিক সহযোগিতা বন্ধ করে দেয়।
সোমবার রাশিয়া বলেছে, তাদের বাহিনী দক্ষিণ ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলে ইউক্রেনের বড় আকারের একটি হামলা প্রতিহত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ইউক্রেনের লক্ষ্য ছিল, সামনের লাইন বরাবর দুর্বলতম এলাকাটি ভেঙে ফেলার চেষ্টা করা, কিন্তু এটি “কোনো সফলতা পায়নি।”
ডনেটস্ক রাশিয়ার অধিগ্রহণকৃত এলাকাগুলোর মধ্যে একটি। গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এক পদক্ষেপে ডনেটস্ককে অধিগ্রহণের দাবি করেছিলেন। আন্তর্জাতিক সম্প্রদায় তার এই দাবি প্রত্যাখ্যান করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার তার রাতের ভাষণে শনিবার শেষের দিকে নিপ্রো অঞ্চলে নিহত হওয়া দুই বছর বয়সী একটি মেয়েসহ ২০১৪ সাল থেকে যারা “রাশিয়ার আগ্রাসনের ফলে” মারা গেছে তাদেরকে স্মরণ করেন।
জেলেন্সকি বলেন, রাশিয়ার হামলায় ৪৮৫ শিশু প্রাণ হারিয়েছে।
তিনি ১৯ হাজার ৫০৫ জন ইউক্রেনীয় শিশুর কথাও উল্লেখ করেছেন যাদেরকে রাশিয়ায় নির্বাসিত করা হয়েছে। তিনি বলেন, তারা এখনো “শত্রুর হাতে” রয়েছে।
জাতিসংঘ বলছে, ইউক্রেনের আরও এক হাজার শিশু আহত হয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।