অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত কুস্তিগিরদের নিয়ে ছড়াল ভুয়ো খবর


ফাইল ছবি-ভারতে আন্দোলনরত কুস্তিগিরেরা
ফাইল ছবি-ভারতে আন্দোলনরত কুস্তিগিরেরা

সোমবার ৫ জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে যৌন হেনস্থার মামলায় সুবিচারের জন্য আন্দোলনরত কুস্তিগিরদের আলোচনার বিষয়টি সামনে আসার পরই ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে আন্দোলনের অন্যতম মুখ সাক্ষী মালিক, ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন। বরং অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে সাক্ষী নর্দান রেলের চাকরিতে পুনরায় যোগ দিচ্ছেন। সাক্ষীর স্বামীর কথারও অন্য মানে ধরা হয়।

এই খবরের পরেই সাক্ষী নিজেই টুইট করে জানিয়েছেন তাঁর মনের কথা। সেই টুইটে সাক্ষী বলেন, "যতদিন না আমরা সুবিচার পাচ্ছি, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা কাজে যোগ দিলেও এই আন্দোলন থেমে থাকবে না।"

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বহুদিনের অভিযোগ, তিনি জাতীয় শিবিরে নাবালিকাসহ মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতন করেছেন। এই নিয়েই টানা কয়েকমাস ধরে চলছে বিক্ষোভ সমাবেশ। কুস্তিগিরদের দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক ব্রিজভূষণকে। এই নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন কুস্তিগিররা, শনিবার ৩ জুন। স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে সুবিচারের আশ্বাস মেলার পরেই বজরং, ভিনেশরা রেলের চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করেছেন।

তারমধ্যেই সোমবার সাক্ষীর আন্দোলন থেকে নাম তুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই হুলস্থুল পড়ে যায়। তিনি এই খবরে ব্যথিত, পাশাপাশি ক্ষুব্ধও। কুস্তিগিরদের অনেকেই মনে করছেন, দিল্লি পুলিশের থেকেই এই খবরটি প্রকাশ পেয়েছে যে, সাক্ষী আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

XS
SM
MD
LG